মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে মঙ্গলবার ১১আগস্ট ৩৮৩ জনের স্যাম্পল টেস্টের মধ্যে ৩৬জনের রিপোর্ট ‘পজেটিভ’ আসে। তারমধ্যে, কক্সবাজার জেলায় ২৪জন, বান্দরবান জেলায় ৯জন, বাঁশখালী উপজেলায় ২ জন ও রোহিঙ্গা শরনার্থী ১ জনের নমুনা টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়।

একইদিন বাকী ৩৪৭ জনের স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া আসে।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া সিবিএন-কে এতথ্য নিশ্চিত করেছেন।

কক্সবাজার জেলায় করোনা ‘পজেটিভ’ পাওয়া ২৪জনের মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ১২জন, উখিয়া উপজেলায় ২জন, টেকনাফ উপজেলায় ১জন, চকরিয়া উপজেলায় ৩জন, রামু উপজেলায় ৩জন, মহেশখালী উপজেলায় ২জন ও কুতুবদিয়া উপজেলায় ১ জন।

এনিয়ে, কক্সবাজার জেলায় করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৩৬৪০ জনে পৌঁছেছে।

কক্সবাজার সিভিল সার্জন অফিসের ডা. সাকিয়া হক’র ম্যাপিং থেকে জানা গেছে,
কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ১০ আগস্ট পর্যন্ত ৬৫ জনের মৃত্যু হয়েছে। তারমধ্যে, ৫৯জন স্থানীয় নাগরিক ও ৬জন রোহিঙ্গা শরনার্থী। আক্রান্তের তুলনায় মৃত্যুর হার ১’৮০% ভাগ।

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে গত ১৯আগস্ট পর্যন্ত জেলায় ২৮৬৫জন রোগী সুস্থ হয়েছেন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৭৯’২৩% ভাগ বলে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের মেডিকেল অফিসার ডা. সাকিয়া হকের তৈরীকৃত জেলার কোভিড-১৯ এর সার্বিক ম্যাপিং থেকে জানা যায়।

এছাড়া জেলায় ৫২১জন করোনা আক্রান্ত রোগী হোম আইসোলেশনে রয়েছে এবং প্রাতিষ্ঠানিক আইসোলেশন রয়েছেন ১২৩ জন করোনা রোগী।