বার্তা পরিবেশক :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত সারাদেশে এক কোটি গাছের চারা রোপনের অংশ হিসেবে ‘‘সুবজ বৃক্ষের নির্মল পরিবেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’’ প্রতিপাদ্য নিয়ে শনিবার উত্তরণ আবাসন প্রকল্পে সমিতির উদ্যোগে বৃক্ষ রোপন অভিযান ২০২০ এর শুভ উদ্বোধন করেন সমিতির সভাপতি ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান।

উত্তরণ মডেল স্কুল চত্বরে একটি ফলজ বৃক্ষ (লেবুর চারা) রোপনের মধ্য নিয়ে উদ্বোধন শেষে আলোচনা সভায় সমিতির সভাপতি মেয়র মুজিবুর রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত সারা দেশে এক কোটি গাছের চারা রোপনের অংশ হিসেবে বৃক্ষরোপন অভিযান ২০২০ এ উত্তরণ আবাসন প্রকল্পে নানা প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষসহ সৌন্দর্য বর্ধক বিভিন্ন প্রকারের ১০ হাজার গাছের চারা রোপন করা হবে।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে সমিতির সাবেক সম্পাদক ও বর্তমান পরিচালনা কমিটির সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, বায়তুশ শরফ কমপ্লেক্সের মহা-পরিচালক এম.এম. সিরাজুল ইসলাম বলেন, উত্তরণ আবাসন প্রকল্পে সমিতির উদ্যোগে প্রত্যেক বছরের রোপনকৃত প্রায় ২ লক্ষের উপরে বিভিন্ন প্রজাতির গাছ আছে। সমিতির সভাপতির ঘোষনা অনুসারে আরো দশ লক্ষ বৃক্ষ রোপনের মধ্য দিয়ে দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশ গত ভারসাম্য রক্ষার লক্ষে জাতির পিতার জন্ম শতবার্ষিকী কে বিশেষ অর্থবহ করে তুলতে হবে। এ লক্ষে তিনি উপস্থিত সকল কে স্ব-প্রণোদিত হয়ে অধিক পরিমানে বৃক্ষ রোপনের উদ্যোগ নিতে আহ্বান জানান।

বৃক্ষ রোপন অভিযান ২০২০ এর উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরণ গৃহায়ন সমবায় সমিতি লিঃ এর সহ-সভাপতি ফজলুল করিম সিকদার, সম্পাদক এস.এম. কামাল উদ্দিন এবং কমিটির সদস্য সর্বজনাব এডভোকেট তোফায়েল আহমদ, এডভোকেট সরওয়ার কামাল, মাওলানা শফিউল আলম, এস.এম. নজরুল ইসলাম, মুজিবুর রহমান,আবদুর রহিম ও রিদুয়ানুল হক সহ উত্তরণ মডেল স্কুলের শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী এবং উত্তরণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকাবৃন্দ।

অপরদিকে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের ৯০ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা উত্তরণ মডেল স্কুলে অনুষ্টিত হয়। উত্তরণ গৃহায়ণ সমবায় সমিতি লিঃ আয়োজিত আলোচনা সভায় সমিতির সভাপতি ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান এতে সভাপতিত্ব করেন। সভায় সমিতির সাবেক সম্পাদক ও বর্তমান পরিচালনা কমিটির সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ এম.এম. সিরাজুল ইসলাম, সহ-সভাপতি ফজলুল করিম সিকদার, সম্পাদক এস.এম. কামাল উদ্দিন এবং কমিটির সদস্য সর্বজনাব এডভোকেট তোফায়েল আহমদ, এডভোকেট সরওয়ার কামাল, মাওলানা শফিউল আলম, এস.এম. নজরুল ইসলাম, মুজিবুর রহমান,আবদুর রহিম ও রিদুয়ানুল হক বক্তৃতা করেন।