মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন জিকু (৪১) অবশেষে বিয়ে করেছেন। তার নব পরিণীতা স্ত্রী হলো-কুতুবদিয়া উপজেলার লেমসীখালী ইউনিয়ন পরিষদের ৪বারের সাবেক চেয়ারম্যান ছৈয়দ আহমদ কতুবী’র কন্যা শাহীনা পারভীন। শাহীনা পারভীন কক্সবাজার সিটি কলেজের বাংলা বিভাগের একজন প্রভাষক। গত ৭আগস্ট শুক্রবার রাতে কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের কলাতলী রোডের হোটেল-মোটেল জোনের নিরিবিলি অর্কিডস্থ বাসভবনে এই বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে ১৫ লক্ষ টাকার দেনমোহর নির্ধারণ করা হয়।

বিষয়টি বর গিয়াস উদ্দিন জিকু’র ছোট ভাই ফয়েজ উদ্দিন নিশ্চিত করেছেন। গিয়াস উদ্দিন জিকু ঝিলংজা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের হাজী পাড়া গ্রামের ঐতিহ্যবাহী বুনিয়াদী পরিবারের সন্তান। তার পিতামহ ছিলেন মরহুম আবুল খায়ের মুন্সী ও মাতামহ মরহুমা মরিয়ম খাতুন। মরহুম আবুল খায়ের মুন্সীর দ্বিতীয় সন্তান মরহুম ফজলুল হক ও হালিমা খাতুনের ৩পুত্র, ২কন্যার মধ্যে গিয়াস উদ্দিন জিকু দ্বিতীয়। ১৯৮০ সালের ১জানুয়ারি তার জন্ম। গিয়াস উদ্দিন জিকু ১৯৯৪ সালে এসএসসি পাশ করেন। নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ (এনইউবি) থেকে মাস্টার্স করেন। গিয়াস উদ্দিন জিকু কক্সবাজার সদর উপজেলা বিএনপি’র বর্তমান সদস্য সচিব, সাবেক সফল সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন-গিয়াস উদ্দিন জিকু। একজন সংগঠক ও সমাজকর্মী হিসাবে তাঁর যথেষ্ট সুনাম রয়েছে। মেধাবী, দূরদর্শী ও বিচক্ষণ গিয়াস উদ্দিন জিকু কক্সবাজার জেলায় ১৯৯৪ সালে যারা এসএসসি পাশ করেছেন তাদের নিয়ে গঠিত একটি সংগঠনের আহবায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন। কক্সবাজার সদর উপজেলার হাজী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্বে আছেন গিয়াস উদ্দিন জিকু।

১৯৯৪ সালে কক্সবাজার জেলার এসএসসি উত্তীর্ণদের নিয়ে একটি মেগা প্রোগাম করার জন্য গিয়াস উদ্দিন জিকু উদ্যোগ নিয়ে প্রায় চুড়ান্ত পর্যায়ে পৌঁছাতেই করোনাজনিত পরিস্থিতির কারণে তা স্থগিত করা হয়। গিয়াস উদ্দিন জিকু’র অপর ২ভাই এর হলেন-ফয়েজ উদ্দিন ও জয়নাল আবেদীন জনি। বিয়ের কাবিননামায় গিয়াস উদ্দিন জিকু’র পক্ষে তার জেঠাত ভাই মাস্টার মোহাম্মদ রেজাউল করিম ও তার মামা নুরুল আলম সাক্ষী হিসাবে রয়েছেন। অতি স্বল্প পরিসরে সম্পাদিত কাবিনের সময় কনের পিতা ছৈয়দ আহমদ চেয়ারম্যান, কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এএমএম সিরাজুল ইসলাম, কণের চাচা ও চেইন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আহমদ কুতুবী, কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজলের একান্ত সহকারী মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। আগামী ২১ আগস্ট ছোট্ট পরিসরে স্বাস্থ্য বিধি মেনে বিয়ের সামাজিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করার বিষয়ে কাবিননামা সম্পাদন অনুষ্ঠানে উভয়পক্ষ সম্মত হয়েছেন বলে গিয়াস উদ্দিন জিকু’র জেঠাত ভাই ও শাপলাকুঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ রেজাউল করিম জানিয়েছেন।

অপরদিকে, ১৯৮৯ সালের ১জানুয়ারি জন্মগ্রহনকারী কণে শাহীনা পারভীন (৩১) কক্সবাজার সরকারি কলেজ হতে ২০১২ সালে বাংলা বিষয়ে অনার্স মাস্টার্স সম্পন্ন করে কক্সবাজার সরকারি কলেজেই কিছুদিন অতিথি শিক্ষক হিসাবে খন্ডকালীন শিক্ষকতা করেন। ২০১৮ সালের ১আগস্ট শাহীনা পারভীন বাংলা বিভাগের প্রভাষক হিসাবে দক্ষিণ চট্টগ্রামের বৃহত্তম বেসরকারি উচ্চতর বিদ্যাপীট কক্সবাজার সিটি কলেজে যোগ দেন। শাহীনা পারভীনের পিতা ছৈয়দ আহমদ একজন মুক্তিযোদ্ধা, কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসাবে সফলতার সাথে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তিনি বর্তমানে জেলা আওয়ামীলীগের সাথে সম্পৃক্ত আছেন। কাবিননামা সম্পাদন অনুষ্ঠানে কণে শাহীনা পারভীন একটু সাজলেও বর গিয়াস উদ্দিন জিকু ছিলেন সাদা শার্ট, জিন্স পেন্ট পরিহিত একেবারে সাদামাটা ড্রেসে। তবে এসময় তাকে খুব স্মার্ট দেখাচ্ছিলো।

চিকুস সমিতি থেকে অব্যাহতি :

চির কুমার সমিতি (চিকুস) এর প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে-গিয়াস উদ্দিন জিকু চেয়ারম্যানকে। বিষয়টি কক্সবাজার জেলা চির কুমার সমিতি’র সভাপতি, জাসদ নেতা, শহরের এন্ডারশন রোডের বাসিন্দা মোঃ ফরিদুল আলম (৬৪) জানিয়েছেন। তিনি জানান, গিয়াস উদ্দিন জিকু’র কুমাররত্ব অবসানের বিষয়টি শনিবার ৮ আগস্ট সকালে তারা অবহিত হন। সাথে সাথে গিয়াস উদ্দিন জিকু’কে চির কুমার সমিতি’র প্রাথমিক সদস্য পদ থেকে চিরতরে অব্যাহতি দিয়ে সমিতির কেন্দ্রীয় কমিটিকে তা অবহিত করা হয়। প্রসঙ্গত, চিরকুমার সমিতির গঠনতন্ত্র অনুযায়ী অবিবাহিত থেকে বয়স ৪০বৎসর উর্ত্তীণ হলে আবেদনক্রমে চির কুমার সমিতি’র প্রাথমিক সদস্য পদ লাভ করা যায়।

অভিনন্দন :

এসএসসি ১৯৯৪ এসোসিয়েশন আহবায়ক, গিয়াস উদ্দিন জিকু একাকিত্ব জীবনের অবসান ঘটিয়ে যুগল জীবনে পদার্পন করায় এসোসিয়েশনের সদস্যরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। এসোসিয়েশনের সদস্যরা জিকু-শাহীনা নব দম্পতির সুখী দাম্পত্য জীবন ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন। গিয়াস উদ্দিন জিকু চেয়ারম্যানের বিয়ে সম্পর্কে এসএসসি ১৯৯৪ এসোসিয়েশনের একজন সদস্য বলেন-জিকু কোথায়, কখন, কাকে, কিভাবে বিয়ে করেছেন সেটা আমাদের মোটেও জানার বিষয় নয়। যেকোন ভাবেই হোক, গিয়াস উদ্দিন জিকু বিয়ে করেছেন-এটাই এসএসসি ১৯৯৪ এসোসিয়েশনের সকল সদস্যদের জন্য বিশাল এক প্রাপ্তি। যদিও সেটা বিশ্বাস করতে অনেকের কষ্ট হচ্ছে। তিনি বলেন, জিকু’র বিয়ে সম্পন্ন হওয়ায় আমরা আনন্দিত ও আবেগে উল্লাসিত।