প্রেস বিজ্ঞপ্তি :
টেকনাফ সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের দ্বি- সম্মেলন ও কাউন্সিল অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকাল ৩ টার দিকে সদর যুবদলের অস্থায়ী কার্যালয়ে ৪নং ওয়ার্ড যুবদল নেতা মোঃ রফিকের সভাপতিত্বে সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুস সমদের পরিচালনায় দ্বি- বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। উক্ত সম্মেলন উদ্বোধন ঘোষনা করেন টেকনাফ সদর যুবদলের আহ্বায়ক মোঃ রফিক। এতে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা যুবদলের সভাপতি মোহাম্মদ কাইয়ুম।
বক্তব্য রাখেন,সদর যুবদলের সিঃ যুগ্ম আহ্বায়ক শামসুল আলম,যুগ্ম আহ্বায়ক সোলেমান, ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি নুর হোসেন, ২ নং ওয়ার্ড যুদলের সভাপতি মোঃ ইসমাইল,যুবনেতা জসিম উদ্দিন,মোঃ হারেস,শামসুদ্দীন,আব্দুল মালেক,ইউসুফ জালাল, এজার মিয়া ও ছাত্রনেতা রাসেল রহমান প্রমূখ।উক্ত সম্মেলন ও কাউন্সিলের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলারদের মতামতের ভিত্তিতে রকুম আহমদ রফিককে সভাপতি,জসিম উদ্দিন সাধারণ সম্পাদক,সাংগঠনিক সম্পাদক মোঃ হারেস,সিনিয়র সহ-সভাপতি শামসুদ্দীন,সহ-সভাপতি বশর,যগ্ম সম্পাদক আব্দুল মালেক ও জাফরুল ইসলাম সহ-সাংগঠনিক সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।