নিজস্ব প্রতিবেদক:
বসতভিটার বিরোধের জেরে কক্সবাজার সদরের খুরুশকুলের ২ নং ওয়ার্ডের মধ্যম ডেইলপাড়ায় ১৮ মাস বয়সী শিশুকে মেরে রক্তাক্ত করার অভিযোগ পাওয়া গেছে। আহত শিশুটির নাম সামিয়া আকতার। সে ওই এলাকার সাহাব উদ্দিনের কন্যা।
শুক্রবার (৭ আগস্ট) বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে। স্বজনহারা আহত শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করিয়েছে।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানায় ৩ জনের বিরুদ্ধে এজাহার দিয়েছেন আহত শিশু কন্যা সামিয়া আকতারের জেঠা (পিতার বড় ভাই) মোঃ রাসেদ উদ্দিন।
অভিযুক্তরা হলেন- মধ্যম ডেইলপাড়ার লোকমান হোসেনের ছেলে সিরাজ উল্লাহ (৪০), ভাই মোঃ কায়সার (৩০) এবং মৃত আবু বক্কর প্রকাশ লালপুন্দরীর ছেলে ছালামত উল্লাহ (৩৫)।
মোঃ রাসেদ উদ্দিন অভিযোগ করেন, শুক্রবার বেলা ২ টার দিকে তার ভাতিজি সামিয়া আকতার বসতবাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিল। এমন অবস্থায় স্থানীয় লোকমান হোসেনের ছেলে সিরাজ উল্লাহ (৪০) শিশুকে হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে স্বজোরে আঘাত করে। এতে ডান চোখে মারাত্মক আঘাতসহ ফোলা জখম ও চোখের চারিপাশে ফেটে রক্ত বের হয়।
এর আগে সিরাজ উল্লাহ (৪০), তার আরেক ভাই মোঃ কায়সার (৩০), মৃত আবু বক্কর প্রকাশ লালপুন্দরীর ছেলে ছালামত উল্লাহ (৩৫)সহ আরো কয়েকজন মিলে বসতঘরে ঢুকে তার স্ত্রী ও ছোট ভাইয়ের স্ত্রীকে অশালীন গালমন্দ করে। খুন করবে বলে হুমকি দিলে প্রাণভয়ে সবাই ঘরের ভেতর ঢুকে পড়ে। এসময় বাইরে কান্না শুনে গিয়ে দেখে, অবুঝ শিশুটির চোখে মুখে রক্ত। প্রায় অজ্ঞান অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে থাকে।
তাতে শেষ নয়, নিজের ছোট্ট মেয়েকেও লাঠিসোটা দিয়ে ব্যাপক মারধরে শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেয় বলে অভিযোগ করেন রাশেদ।
ঘটনার সুষ্ঠু প্রতিকার পেতে তিনি স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
সেই সাথে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সদর থানার কর্মকর্তাদের প্রতি আবেদন জানিয়েছেন।