প্রেস বিজ্ঞপ্তি :

রামু উপজেলার পূর্ব রাজারকুল গ্রামের জ্ঞানান্বেষণ পাঠাগার’র অধীন জ্ঞানান্বেষণ ব্লাড ডোনেশন ক্লাব গঠিত হয়েছে। ২৮ জুলাই ২০২০ ইং পাঠাগার প্রাঙ্গণে এক বর্ধিত সভায় গ্রামের ছেলে-মেয়েদের উপস্থিতিতে পাঠাগার কার্যকরী পরিষদ ১৭ সদস্য বিশিষ্ট ব্লাড ডোনেশন ক্লাবের অনুমোদন দেন। অনিক বড়ুয়াকে সভাপতি ও শিপলী বড়ুয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কমিটি গঠন করা হয়। তাছাড়া শিরোপা ও ঋত্বিক বড়ুয়াকে সহ-সভাপতি, নিঝুম ও অর্কিড বড়ুয়াকে সহ-সাধারণ সম্পাদক, অর্নব বড়ুয়াকে সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদকে নিরব বড়ুয়া, দুর্জয় প্রচার সম্পাদক, মঙল প্রযুক্তি সম্পাদক হিসেবে নিযুক্ত হন। অভিজিৎ, রয়েল, রূপা, আঁখি, পিউ, তাজল, শিপ্ত বড়ুয়াকে সদস্য করে এই ১৭ জন বিশিষ্ট কমিটির অনুমোদন দেন জ্ঞানান্বেষণ পাঠাগার পরিচালনা পর্ষদ।

কক্সবাজার জেলাসহ সারা বাংলাদেশে অনলাইন ফেসবুক গ্রুপ ভিত্তিক ব্লাড ডোনেশনে সহায়তা করা এই কমিটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য। ইতোমধ্যেই অনেক রক্তদাতা সেচ্ছায় রক্তদানে তাদের রক্তের গ্রুপ এই ক্লাবকে জানাচ্ছেন যাতে প্রয়োজনে তারা রক্ত দিতে এগিয়ে আসতে পারেন। উল্লেখ্য যে, একইদিন তারা বাঁকখালী নদীর একপাশে প্রায় ৫০টি ঔষধি অর্জুন, নিম ও ফলজ গাছ রোপন করেন। বিশেষ করে নদী ভাঙণ রোধে এই গাছ বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন তারা। জ্ঞানান্বেষণ পাঠাগার’র সাধারণ সম্পাদক অসীম বড়ুয়া ও দপ্তর সম্পাদক হৃদয় বড়ুয়ার যৌথ স্বাক্ষরিত বিবৃতিতে জ্ঞানান্বেষণ ব্লাড ডোনেশন ক্লাব গঠন সম্পন্ন হয়।