মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত কক্সবাজারের অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও কুটির এবং মাঝারি শিল্প উদ্যোক্তাদের তালিকা স্বচ্ছতার সাথে তৈরি করতে হবে। ঋণ প্রদানে দ্বৈততা পরিহার করতে হবে। এসএমই ঋণ বিতরণ মনিটরিং কমিটির প্রথম সভায় জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন একথা বলেন।

সোমবার ২৭ জুলাই সকালে অনলাইন প্লাটফর্মে জুম কনফারেন্স এর মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ বিতরণে নিয়োজিত লিড ব্যাংক ও অন্যান্য ব্যাংকের মাঝে পারস্পরিক সুসম্পর্ক ও তথ্য আদান প্রদান নিশ্চিতকরণ, ক্ষতিগ্রস্ত উদ্যোক্তা সরকারি প্রণোদনা সম্পর্কে অবগতির জন্য প্রচার প্রচারণা সহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয় এবং এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় অংশ নেওয়া একজন প্রতিনিধি এ তথ্য জানিয়েছেন। উক্ত জুম সভায় বিসিকের জিএম, কক্সবাজার চেম্বার অব কমার্সের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, অধ্যাপক মাসুদা, আবদুল্লাহ আল মামুন, রিদওয়ানুর রহমান, জামিল আবদুল নাসের, জনতা ব্যাংক, শাহজালাল ইসলামি ব্যাংকের প্রতিনিধিরা অংশ নেন।