মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. শিরীণ আখতারের স্বামী মেজর (অব.) মো. লতিফুল আলম চৌধুরী লাইফ সাপোর্টে রয়েছেন।সম্মিলিত সামরিক হাসপাতাল (সি.এম.এইস) এর আইসিইউতে চিকিৎসাধীন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো. লতিফুল আলম চৌধুরীর স্বাস্থ্যের অবনতি হলে তাঁকে রোববার ২৬ জুলাই লাইফ সাপোর্টে আনা হয়।

বিষয়টি উপাচার্য (ভিসি) প্রফেসর ড. শিরীণ আখতারের ভাইয়ের সহধর্মিণী ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী তাঁর নিজস্ব ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিশ্বস্ত সুত্র জানিয়েছেন, উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, তাঁর স্বামী মেজর (অব.) মো. লতিফুল আলম চৌধুরী, উপাচার্যের মেয়ে ও তিন নাতি-নাতনী সহ উপাচার্যের পরিবারের একই সাথে মোট ৬ সদস্য গত ১১ জুলাই করোনা আক্রান্ত হন। একইসঙ্গে আক্রান্ত হন উপাচার্যের বাংলোর দুই কর্মচারীও। পরদিন ১২ জুলাই থেকে তারা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়ে সেখানে চিকিৎসা নেন।

গত ২০ জুলাই সিএমএইচে চিকিৎসাধীন থাকা অবস্থায় চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, তাঁর স্বামী মেজর (অব.) মো. লতিফুল আলম চৌধুরী
ও তার পরিবারের অন্য ৪ সদস্যের ফলোআপ টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে। পরিবারের অন্য ৪ সদস্যকে নিয়ে ২১ জুলাই উপাচার্যের বাসভবনে উপাচার্য ড. শিরীণ আখতার ফিরে আসেন। তবে তাঁর স্বামী মো. লতিফুল আলম চৌধুরী করোনা ‘নেগেটিভ’ হলেও তাঁর শরীরে অক্সিজেন লেভেল ক্রমাগতভাবে কমতে থাকায় তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছিলো। রোববার ২৬ জুলাই মো. লতিফুল আলম চৌধুরীর স্বাস্থ্যের আরো অবনতি ঘটায় তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালের লাইভ সাপোর্ট নেওয়া হয়।

এদিকে, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মো. লতিফুল আলম চৌধুরীর সুস্থতার জন্য জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী সকলের কাছে দোয়া চেয়েছেন।