মোঃ শাফায়েত আজিজ রাজু

(পর্ব-৩)
ফেবুতে Followers একটি অপশন আছে কিন্তু এই অপশনটির ফাংশান কি সেটাই জানতে সময় লেগেছে অনেকদিন।এখন যে আমাকে শিখিয়েছে তাকে গালি দেই প্রতিদিন! নিজের প্রোফাইলে গেলে আগে চোখ চলে যায় ফলোয়ার কতজন হল, শত হয়েছে কিন্তু হাজার কবে হবে? হাজার হয়েছে লাখ কবে হবে?…অ …মোর…. জ্বালা!
যাকে বলে সেলেব্রিটি ভাব।
এতদিন জানতাম বন্ধুদের কোন দল/মত/ধর্ম থাকতে নেই, সবাই সবার দল/মত/ধর্মের উর্ধ্বে উঠে বন্ধুত্বকে প্রতিষ্টা করে।এখানে প্রথম প্রথম বুঝতে না পারলেও পরিশেষে ঠিকই বুঝলাম ৫০০০ বন্ধুর মধ্যে কিছু আছে দলীয় বন্ধু,কিছু আছে ধর্মীয় বন্ধু,কিছু আছে সহমতি বন্ধু,কিছু মারফতি বন্ধু, কিছু প্রতিবাদী বন্ধু, কিছু কটাক্ষকারী বন্ধু, হিংসুটে বন্ধু, লিখক বন্ধু, গায়েবী বন্ধু, ভালবাসার বন্ধু, মেয়েরুপী ছেলে বন্ধু অথবা উল্টোটা… এমনতর শত-হাজার বন্ধুর মাঝে মাথাটা মাঝেমধ্যে চিক্কুর দিয়া কয় বাছাই কর,সাফাই কর,আনফ্রেন্ড কর,,,
এখন প্রতিদিন সকালে দুয়েকজন ঘুমন্ত,নির্জীব বন্ধুকে আনফ্রেন্ড করতে পারলে বেজায় খুশি লাগে ঠিক সেদিনের মত যেদিন আম পাতা জোড়া জোড়া দেখেও অন্ধের মত কোপাইছিলাম…
নোটিফিকেশন এর বার্থডে রিমেম্বারিং অপশনে গিয়ে প্রোফাইলে ঢুকে দেখি বিগত একবছর এ্যাক্টিভ আছে কিনা? অশ্লীল কোন কন্টেন্ট শেয়ার করে কিনা? ধর্মকে বিকৃত করে কিনা? সবসময় কি অন্যের পোস্ট শেয়ার করে নাহ নিজে কিছু লিখে?অন্যের পোস্ট/ছবি কপি পোস্ট করলে কার্টেসি দেয় কিনা? ট্যাগিষ্ট কিনা? ম্যাসেঞ্জারে/ইনবক্সে ঘন ঘন লিংক সেন্ড করে কিনা? নিজের ছবি ইনবক্সে সেন্ড করে কিনা? ইত্যাদি…..এরপর আনফ্রেন্ড।
আহ শান্তি, ওম শান্তি,,

চলবে

পর্ব – ৪ এর অপেক্ষায় থাকুন।

 


লেখক: সাবেক চেয়াররম্যান ,পেকুয়া উপজেলা পরিষদ