মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৫ জুলাই পর্যন্ত ৫৯ জনের মৃত্যু হয়েছে। তারমধ্যে, ৫৩ জন স্থানীয় নাগরিক ও ৬ জন রোহিঙ্গা শরনার্থী। মৃত্যুর হার ১’৮১% ভাগ। কক্সবাজার সিভিল সার্জন ডা. মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জনের দেওয়া পরিসংখ্যান মতে, ২৫ জুলাই পর্যন্ত কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে মোট ৩২২৩ জন। তারমধ্যে, স্থানীয় নাগরিক ৩১৮৯ জন এবং রোহিঙ্গা শরনার্থী ৬৫ জন। আবার রোহিঙ্গা শরনার্থীদের মধ্যে উখিয়া উপজেলায় ৫৭ জন ও টেকনাফ উপজেলায় ৮ জন। পুরাতন করোনা রোগীর ফলোআপ টেস্টে ২৫ জুলাই পর্যন্ত মোট ১৮৭ জনের রিপোর্টও ‘পজেটিভ’ এসেছে।

২৫ জুলাই বৃহস্পতিবার পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ১৫৮৪ জন রোগী নিয়ে কক্সবাজার সদর উপজেলা শীর্ষে অবস্থান করছে। ৩৫৫ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী নিয়ে চকরিয়া উপজেলা দ্বিতীয় অবস্থানে রয়েছে। ৩৪৩ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী নিয়ে উখিয়া উপজেলা তৃতীয় শীর্ষ অবস্থানে রয়েছে। ২৮১ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী নিয়ে টেকনাফ উপজেলা চতুর্থ অবস্থানে, ২৭৭ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী নিয়ে রামু উপজেলা পঞ্চম অবস্থানে, ১৬২ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগী নিয়ে মহেশখালী উপজেলা ষষ্ঠ অবস্থানে, ১৩৮ জন করোনা রোগী নিয়ে পেকুয়া উপজেলা সপ্তম অবস্থানে এবং কুতুবদিয়া উপজেলা ৮৫ জন করোনা রোগী নিয়ে ৮টি উপজেলার মধ্যে সর্বনিম্মে অবস্থান করছে। তবে মাত্র প্রায় দেড় লক্ষ জনসংখ্যা অনুপাতে কুতুবদিয়া উপজেলায় করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা একেবারে কমও নয়।

গত ২৫ জুলাই পর্যন্ত কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে করোনা ভাইরাস এর নমুনা টেস্ট করা হয়েছে মোট ২৫৪৫৪ জনের। তারমধ্যে-স্থানীয় নাগরিকের নমুনা ১৯১৮৫ জনের, রোহিঙ্গা শরনার্থীর নমুনা ১৭৫৪ জনের, বান্দরবান জেলার নাগরিকের নমুনা ৩৫২২ জনের এবং চট্টগ্রাম জেলার নাগরিকের নমুনা ৯৯৩ জনের।

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৫ জুলাই পর্যন্ত ২৪৬৫ জন রোগী সুস্থ হয়েছেন। সুস্থতার হার ৭৫’৭৫% ভাগ।