বলরাম দাশ অনুপম :

মাদক নির্মুলে র‌্যাব বদ্ধ পরিকর বলে জানিয়ে র‌্যাব-১৫ এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ পিপিএম(বার), পিএসসি, জিডি(পি) বলেছেন-নতুন করে আসা রোহিঙ্গাদের কারনেই ইয়াবা ব্যবসা বা পাচার বন্ধ করা যাচ্ছেনা। তিনি রবিবার সকালে র‌্যাব-১৫ এর কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে এ কথা বলেন।

উইং কমান্ডার আজিম আহমেদ আরো বলেন, গত ১৬ মাসে ইয়াবা মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান সব সময় অব্যাহত ছিল এবং আগামীতেও থাকবে। তবে দুঃখ জনক হচ্ছে ইয়াবা ব্যবসা যে পরিমান কমার কথা সে পরিমান কমেনি। তিনি বলেন- আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে মাদকমুক্ত করার যে ঘোষণা জেলা পুলিশের পক্ষ থেকে দেয়া হয়েছে তা আসলেই প্রশংসার দাবী রাখে। সেটার প্রতি র‌্যাবও ঐক্যমত পোষন করেন। মত বিনিময় কালে র‌্যাব-১৫ এর মেজর মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার বিধান চন্দ্র কর্মকারসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।