মোঃ আকিব বিন জাকের, উত্তর মহেশখালী :
কক্সবাজার নিউজ(সিবিএন) এ এই প্রতিবেদকের লেখা ও বিভিন্ন গণমাধ্যমে মহেশখালীর মাতারবাড়ির সাইরার ডেইলে অরক্ষিত বেড়িঁবাধের কারণে ক্ষতিগ্রস্তদের মানববন্ধনের সংবাদ প্রচারিত হওয়ার পর মহেশখালীর মাতারবাড়িতে অরক্ষিত বেড়িঁবাধ ও ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড নিবার্হী প্রকৌশলী প্রবীন কুমার।
আজ ১৮ জুলাই দুপুর ২ টার দিকে ইউপি চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ কে সাথে নিয়ে মাতারবাড়ী ইউনিয়নের সাইরার ডেইল জেলে পাড়া আধা কিলোমিটার অরক্ষিত বেড়িবাঁধ ও ক্ষতিগ্রস্থ এলাকা পরির্দশন করেন (পাউবো’র) এই কর্মকর্তা।
পরিদর্শন শেষে আপাতত পানির তোড় ঠেকাতে জিইও ব্যাগ দিয়ে বেড়িবাঁধ নির্মাণের কথা জানান তিনি।