ইমাম খাইর:

দ্বীপ উপজেলা মহেশখালীর অন্যতম সন্ত্রাসী মোহাম্মদ আবছার ওরফে কালাবদা (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১২ জুলাই) দিবাগত রাতে হোয়ানক কালাগাজীর পাড়ার দুর্গম পাহাড়ী আস্তানা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় তার কাছে ২টি বন্দুক ও গুলি পেয়েছে পুলিশ। উদ্ধার করা হয়েছে বেশ কিছু ইয়াবাও, এমন তথ্য পুলিশের।

কালাবদা হোয়ানকের ৩ নম্বর ওয়ার্ডস্থ হামিদুর রহমান পাড়া এলাকার আনোয়ার হোসেন ওরফে পেট্টুইয়্যার ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, হত্যাসহ বিভিন্ন অভিযোগে অনেক মামলা রয়েছে বলে জানা গেছে।

দীর্ঘদিন আত্মগোপনে থাকায় তাকে গ্রেফতার সম্ভব হয়নি, ভাষ্য থানা পুলিশের।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ফেরদৌস মোহাম্মদ আবছার ওরফে কালাবদাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, হোয়ানক ইউনিয়নের কালাগাজীর পাড়ার দুর্গম পাহাড়ী আস্তানা গড়ে তুলে কালাবদাসহ সন্ত্রাসীরা।  এসব অপরাধীদের আস্তানা ভেঙে দেয়া হবে। সবাইকে আইনের আওতায় আনা হবে।

ওসি জানান, কালাবদার বিরুদ্ধে মাদক, অস্ত্র আইনে দুইটি মামলার তথ্য পাওয়া গেছে। নতুন করে আরো দুইটি মামলা হবে। সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব‍্যাহত থাকবে।

 

ছবি: মোঃ আকিব বিন জাকের, উত্তর মহেশখালী