আবু সায়েম:
করোনামুক্ত  হয়ে কর্মস্থলে ফিরলেন সদর মডেল থানার ইন্সপেক্টর (ইন্টেলিজেন্স)সহ আরো ৬ জন।

সুস্থ হয়ে রবিবার (১২ জুলাই) তারা থানায় গেলে ফুল দিয়ে বরণ করেন ওসি সৈয়দ আবু মোহাঃ শাহজাহান কবির।

এ পর্যন্ত সদর মডেল থানার ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সকলেই এবার করোনা ভাইরাস মুক্ত হয়ে কর্মস্থলে যোগদান করেছেন।

ইন্সপেক্টর (ইন্টেলিজেন্স) মহিদুল ইসলাম, উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ, উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন, পিএসআই ইখতিয়ার, এএসআই মাসুম হোসেন এবং এএসআই রাশেদ খাঁন রবিবার কর্মে ফিরেন।

এসময় করোনামুক্ত ওসি (তদন্ত) খায়রুজ্জামান, ওসি (অপারেশন) মাসুম খাঁন সদর মডেল থানার এসআই আরিফ উল্লাহসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ সৈয়দ আবু মোঃ শাহজাহান কবির জানান, ইচ্ছা শক্তি আর মনোবল দৃঢ় রাখলেএবং স্বাস্থ্যবিধি মেনে চললে করোনামুক্ত হওয়া সম্ভব।

তিনি আরো জানান, সদর মডেল থানায় সর্বমোট ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাঁরা সকলে মহান আল্লাহর রহমতে করোনা ভাইরাসমুক্ত হয়ে কর্মস্থলে যোগদান করেছেন।

মহান আল্লাহ যেন সকলকে মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা করে সে জন্য দোয়া করেন ওসি শাহজাহান কবির।