মুহাম্মদ মনজুর আলম ,চকরিয়া :

যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম কেন্দ্রীয় সংগঠন কতৃক ঘোষিত সারাদেশে বৃক্ষরোপন কর্মসূচী বাস্তবায়ন চলমান রয়েছে । তারই আলোকে চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে মাস ব্যাপি চকরিয়ার বেশকিছু গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্টানসহ বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন কার্যক্রম বাস্থবায়ন শুরু করা হয়েছে।

গতকাল শনিবার সকাল ১১টার সময় যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম চকরিয়া উপজেলা শাখার সদস্যরা উপজেলার ফাঁসিয়াখালীস্থ রশিদ আহমদ চৈাধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সামাজিক দূরত্ব বজায় রেখে এ বৃক্ষ রোপন কর্মসূচী আনুষ্ঠানিক শুরু করেন ।

বৃক্ষ রোপন কর্মসূচী বাস্থবায়নের শুরুতে বাংলাদেশ ছাত্রলীগ চকরিয়া উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মারুফ উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নস্থ রশিদ আহমদ চৈাধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে যায়যায়দিন ফ্রেন্ডস চকরিয়া উপজেলা শাখা ও আওতাধীন চকরিয়া সরকারি কলেজ শাখার সদস্যদের সাথে নিয়ে একটি ফলজ গাছের চারা রোপন করার মধ্যদিয়ে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ।

পরে ফোরামের সদস্যরা রশিদ আহমদ উচ্চ বিদ্যালয় মাঠের চারপাশে রোপণ করেন বনজ, ফলজ, ওষুধি -সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা। এরপর পৌরসভা ও উপজেলার আরও কযেকটি ইউনিয়নের মানুষের বসতভিটা, পুকুরপাড়, সড়কের পাশে বৃক্ষরোপণ করেন ফোরামের চকরিয়া শাখার শাখার বন্ধুরা।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন , যাযযায়দিন’র সাংবাদিক মুহাম্মদ মনজুর আলম, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম চকরিয়া উপজেলা শাখার উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা মো, জাহেদুল ইসলাম , চকরিয়া উপজেলা ছাত্রলীগ নেতা শামিম , ফাঁসিয়াখালী ইউনিয়ন ছাত্রলীগ নেতা , যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম চকরিয়া উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ ইউনুছ উদ্দিন, কার্যকারি সভাপতি রবিউল হাসান, ছাত্রলীগ চকরিয়া উপজেলা শাখার সহ-সভাপতি ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম চকরিয়া উপজেলা শাখার সহ-সভাপতি খোরশেদ আলম নাসিম , ছাত্রলীগ চকরিয়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম চকরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুরল ইসলাম জিকু , যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম চকরিয়া উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছাইফুল ইসলাম সায়মন, সাংগঠনিক সম্পাদক আলী মর্তুজা টিটু , সাংস্কৃতিক সম্পাদক সাহেদুল মোস্তফা সাকিব , ক্রীড়া সম্পাদক আলী রিয়াজ, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম চকরিয়া সরকারি কলেজ শাখার সভাপতি আতিক আল হাসান প্রমূখ । ।

যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম চকরিয়া উপজেলা শাখার সভাপতি মো, ইউনুছ উদ্দিন ও সাধারণ সম্পাদক নুরল ইসলাম জিকু জানান, যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম এর কেন্দ্রীয় কর্মসূচির আলোকে চকরিয়া উপজেলায় ফোরামের উদ্যোগে মাসব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্টানসহ চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও চকরিয়া পৌরসভার ৯টি ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচী বাস্তবায়ন করা হবে। এবারের কর্মসূচিতে রোপণ করা হচ্ছে ফলজ হিসেবে পেয়ারা, আম,জাম , জাম্বুরা , আমলকি, ওষুধি হিসেবে অর্জুন, বহেরাসহ বিভিন্ন প্রজাতির চারা গাছ।

প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় , দেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্লোগান “সবুজে থাকুন – সবুজে বাঁচুন“ এই স্লোগান সবাইকে বুকে ধারন করতে হবে । তারা আরো জানান, যদি সুস্থ থাকতে চান তবে আপনার বাড়ির আঙ্গিনায় গাছ লাগান, দূষিত পরিবেশ থেকে বাঁচতে হলে গাছ লাগানোর কোন বিল্পন নেই। তাই বাঁচতে হলে সবাইকে গাছের চারা রোপন করার আহ্বান জানান সংগঠনের নেতৃবৃন্দরা ।