বিশেষ সংবাদদাতা :

মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের দক্ষিণ ঝাপুয়া গ্রামের শতাধিক পরিবারের হাজারো মানুষের একমাত্র চলাচলের রাস্তা দখল করে গৃহবন্দী করে রাখার অভিযোগ উঠেছে আল জামেয়াতুল আশরাফিয়া ঝাপুয়া মাদ্রাসার পরিচালক মাওলানা রিদোয়ানুল হকের বিরুদ্ধে।

স্থানীয় প্রভাবশালী মাওঃ রিদোয়ানের বাড়ির পার্শ্ববর্তী ঐ রাস্তা দিয়ে প্রায় পঞ্চাশ – ষাট বছর ধরে চলাচল করে আসছে গ্রামের পূর্বাংশে বসবাসকারী মানুষগুলো। কিন্তু প্রভাবশালী রিদোয়ান সেই রাস্তা সহ ভিটার বাউন্ডারি দিতে চাইলে, রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় ক্ষিপ্ত হয়ে উঠেছে উক্ত রাস্তা দিয়ে চলাচলকারী গ্রামের পূর্বাংশের অসহায় মানুষগুলো। গৃহবন্দী হয়ে পড়েছে সপ্তাহখানেক ধরে।

নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী একব‍্যক্তি জানান, “আমাদের পূর্বপুরুষরা পঞ্চাশ ষাট বছর ধরে এই রাস্তা দিয়ে চলাচল করে আসছে। কিন্তু হঠাৎ মাওঃ রিদোয়ান ঐ রাস্তা দিয়ে চলাচল করতে আমাদের উপর নিষেধাজ্ঞা জারি করে। অন‍্যথায় হাত পা কেটে নেওয়ার হুমকিও দেয় রিদোয়ান এবং তার চার সন্তান। আমাদের বিকল্প কোনো চলাচলের মাধ্যমে নেই। আমরা আমাদের রাস্তা ফিরে পেতে চাই।”

শতবছরের বাপ দাদার চলাচলের রাস্তাটি ফিরে পেতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।