রফিক মাহমুদ :
কক্সবাজারের উখিয়ায় একটি বাল্য বিয়ে পণ্ড হয়ে গেছে। বিবাহ আসরে ম্যাজিষ্ট্রেট আসার খবর পেয়ে পালিয়ে গেছেন বর ও বিয়ের আয়োজন কারীরা।

জানা গেছে গত বুধবার (৮ জুলাই) উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কামারিয়ারবিল এলাকার হোসেন আলীর মেয়ে উম্মে হাবিবা জান্নাতকে সৎ মা কর্তৃক ইচ্ছার বিরুদ্ধে মরিচ্যার এক প্রবাসীর সাথে বাল্য বিয়ের দিন ধার্য্য ছিল।

এ প্রসঙ্গে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিমুল এহসান খাঁন জানান, স্কুল পড়ুয়া এক মেয়েকে ইচ্ছার বিরুদ্ধে বাল্য বিয়ে দেয়ার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে হাজির হন। এ সময় বরের উপস্থিতি পাওয়া না গেলেও কনের পরিবারকে পাওয়া গেছে। বিয়েটি বন্ধ করে দেওয়া হয়েছে এবং মেয়ের পরিবারকে সতর্ক করা হয়েছে।

তিনি বলেন, বাল্য বিয়ে বন্ধ রোধে সামাজিক ভাবে আরও সচেতনতা বৃদ্ধি করতে হবে। পিতা-মাতারা সচেতন হলেই সমাজে বাল্য বিয়ে বন্ধ করা সম্ভব হবে।