খলিল চৌধুরী, সৌদি আরব:
করোনা কালীন সময়ে বিভিন্ন শর্তানুযায়ী চলিত বছরের পবিত্র হজের নিবন্ধনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে সৌদি আরবে।

সৌদি আরব হজযাত্রীদের নিবন্ধনের জন্য শর্ত সমুহ হলো- ডায়াবেটিক, ব্লাড প্রেসার, হার্ট ও শ্বাস যন্ত্রের সমস্যা নেই, করোনা আক্রান্ত হননি, উপসর্গ নেই, বয়স ২০-৬৫ এর মধ্যে, ইতিপুর্বে হজ করেননি, হজের আগে ও পরে ১৪দিন কোয়ারিন্টিন বাধ্যতামূলক।

সৌদির অভ্যন্তরে বসবাসকারী যারা হজ করতে চান তারা নীচের লিঙ্কের মাধ্যমে স্বাস্থ্য এবং নিয়ন্ত্রক শর্তানুযায়ী নিবন্ধন করতে পারবেন।

এবারের হজে সকল অংশগ্রহণকারী হাজীগণ এবং সকল সেচ্ছাসেবীগণকে মাস্ক ব্যাবহার করা বাধ্যতামূলক করা হয়েছে।

হজ চলাকালীন কোন হজ যাত্রী করোনা ভাইরাস আক্রান্ত হলে শুধু মাত্র হাজীদের জন্য নির্ধারীত ডাক্তার চিকিৎসা সেবা দিবেন এবং সম্পুর্ন সুস্থ হলেই আবার হজে অংশগ্রহণ করতে পারবেন।

এবার বিদেশী নাগরিক(আজনবী) ৭০ % হজে অংশগ্রহণ করার সুযোগ থাকবে।