ওসমান আবির :
কক্সবাজারের টেকনাফের একমাত্র বেসরকারী হাসপাতাল মেরিন সিটিতে করোনা রোগীদের চিকিৎসার জন্য আইসোলেশন ওয়ার্ড চালু করেছে।প্রাথমিকভাবে ১২ বেডের আইসোলেশন ওয়ার্ডের মাধ্যমে সেবা কার্যক্রম চালু করেছে এই হাসপাতাল।তবে অসহায় ও হতদরিদ্র করোনা রোগীদের জন্য রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা।

মেরিন সিটি হাসপাতালের চেয়ারম্যান কোহিনূর আক্তার বলেন, সেবাই আমাদের মূল কর্ম।বেসরকারী হাসপাতাল হলেও আমরা মানবতার সেবায় বিশ্বাসী।মানবতার জন্য কাজ করি সব সময়।করোনা রোগীদের চিকিৎসা সেবার জন্য শুরু থেকে আমাদের আইশোলেশনের ব্যবস্থা রয়েছে।অসহায় ও হতদরিদ্র করোনা রোগীদের জন্য রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা। অনেক করোনা আক্রান্ত রোগী পরিবারের অবহেলার শিকার হয়ে থাকে।অনেকে তাদেরকে বাসায় রাখতে চাই না।এমন পরিস্থিতিতে সেই সব করোনা রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আইসোলেশনে রাখতে আমরা সর্বদা প্রস্তুত আছি।সার্বক্ষনিক জনগণের সেবায় পাশে থাকতে চাই।

তিনি আরও বলেন, এই হাসপাতাল থেকে এ পর্যন্ত ১০ জন করোনা রোগী চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।বর্তমানে আরও ২ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন।