মোস্তফা কামালঃ
করোনা ভাইরাসের প্রভাবে বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে কর্মহীন হয়ে পড়া গরিব অসহায় মানুষের মাঝে ৮ম পর্যায়ে অারো ৩,৩৩৫ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার ও বৃহস্পতিবার (২৫ ও ২৭ জুন) দুইদিনব্যাপী ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয় এবং বান্দরবান জেলা পরিষদের অর্থায়ণে বরাদ্দকৃত প্রতি পরিবারের জন্য ১০ কেজি চাউলসহ অন্যান্য খাদ্যসামগ্রীর প্যাকেট দরিদ্র নারী-পুরুষের মাঝে অানুষ্ঠানিক ভাবে বিতরণ করেন, ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাকের হোসেন মজুমদার। এসময় ট্যাক অফিসার হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ জাবেদ মীর জাদা। উপকার ভোগীরা দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে ত্রাণ গ্রহণের অনুষ্ঠানে ফাঁসিয়াখালী ইউনিয়ন অাওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোছাইন মামুন, ইউপি সচিব মোঃ শহীদ হোছাইন ও সকল ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।