মুহাম্মদ মনজুর আলম, চকরিয়া :

এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর নির্দেশনা মোতাবেক মাসব্যাপী চকরিয়ার বিভিন্ন জনপদে বিপুল পরিমান বনজ-ফলজ-ঔষুধী গাছের চারা রোপনের কর্মসূচী হাতে নিয়েছে চকরিয়া উপজেলা ছাত্রলীগ ।

আজ শনিবার বিকেল আড়াইটার সময় বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে চকরিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ছাত্রলীগের নেতৃবৃন্দদের সাথে নিয়ে একটি ফলজ গাছের চারা রোপন করার মধ্যদিয়ে মাসব্যাপী এ বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মারুফ।

উক্ত বৃক্ষরোপন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, বমুবিলছড়ি ইউনিয়ন আওয়ামীলীগ নেতা কফিল উদ্দীন, রতন বড়ুয়া, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আরহান মাহমুদ রুবেল, উপজেলা ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম চৌধুরী, চকরিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যায়যায়দিন ফ্রেন্ডস ফোরাম, চকরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নুরুল ইসলাম জিকু, সাইফুল ইসলাম রানা, শাহা আকবর শামীম, ইউসুফ, ইয়ামীন, জয়, ফাঁসিয়াখালী ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি সালাহ উদ্দীন , ফাঁসিয়াখালী ইউনিয়ন যুবনেতা আব্দুল হামিদ, ফাঁসিয়াখালী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক শাহাবুদ্দিন, বমুবিলছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বেলাল উদ্দীন, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম সহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের বেশকিছু নেতৃবৃন্দ।

জানতে চাইলে , চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মারুফ বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর নির্দেশনা মোতাবেক মাসব্যাপী চকরিয়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে চকরিয়া উপজেলার ১৮টি ইউনিয়ন ও চকরিয়া পৌরসভার ৯টি ওয়ার্ড়ের বিভিন্ন জনপদে ২০ হাজার বিভিন্ন প্রজাতির বনজ-ফলজ-ঔষুধী গাছের চারা রোপন করা হবে এবং এই কার্যক্রম মাসব্যাপী চলমান থাকবে।