সিবিএন:
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানীর মা উম্মে হাবিবা (৭১) স্ট্রোক করেছেন।
শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬ থেকে তিনি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
করোনা আক্রান্ত মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী হোম আইসোলেশন থেকে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, তার মা উম্মে হাবিবা হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডের (৪ তলা) ২০ নম্বর সীটে ভর্তি আছেন।
এডেভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানীর পিতা মাহমুদুল হক ওসমানীর মৃত্যুর পর থেকে তার মা কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এবিসি ঘোনায় (চেয়ারম্যান বাড়ি) বসবাস করে আসছিলেন।
গত মঙ্গলবার এডেভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী ও তার স্ত্রী তসলিমা আক্তারসহ পরিবারের ৮ সদস্যের করোনা শনাক্ত হয়েছে।
করোনা আক্রান্ত বড় মেয়ে তানজিম ওসমানী ও একমাত্র বোন দিলরুবা ওসমানী উখিয়া ‘সারি আইসোলেশন’ সেন্টারে চিকিৎসাধীন।
ভগ্নিপতি জেলা পরিষদের হিসাব রক্ষক আবদুল মান্নান করোনা আক্রান্ত হয়ে জেলা সদর হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন। পরিবারের এত সংখ্যক সদস্য করোনা আক্রান্তের চিন্তা থেকে মা উম্মে হাবিবা স্ট্রোক করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।