মুহিববুল্লাহ মুহিব, সিবিএন :
পরণে নেই ভাল কাপড়, ঘরে নেই চাল-ডাল, বাড়িতে মা-বোনের আহারের কিছু নেই, ছোট্ট আকিবের (১০) চোখে-মূখে শুধু নেই আর নেইয়ের হাহাকার। এতসব নেইয়ের মাঝে আছে এক অদম্য আকিব। যার মনে ভয়ে যাচ্ছে মা-বোনের আহার যোগাবার শত ইচ্ছে।
অল্প বয়সে কেন রিক্সা চালাচ্ছে প্রতিবেদকের এমন প্রশ্নে বেরিয়ে আসে লকডাউন ও রেডজোনে পড়ে শহরের সমিতিপাড়ায় বসবাস করা আকিবের পরিবারে না থাকার গল্প।
আকিব প্রতিবেদককে বলেন, বাবা মোজাম্মেল সাগরে ফিশিং করতে গিয়ে আর ফিরে আসেনি। তারপর মা জেসমিন আক্তার মানুষের বাড়িতে কাজ করতেন আর ছোট্ট আকিব সৈকতে বেলুন বিক্রি করতো। কিন্তু বিশ্ব মহামারি করোনা ভাইরাসের কারণে সারাদেশের মতো লকডাউনের কবলে পড়ে পর্যটন নগরী কক্সবাজার। যার ফলে বন্ধ হয়ে যায় মা জেসমিনের কাজ ও আকিবের বেলুন বিক্রি। বাড়িতে থাকা ছোট বোন ও মাকে নিয়ে দু:শ্চিতায় পড়ে আকিব। মা-বোনের কষ্ট দেখে ছোট্ট আকিব তুলে নেন রিক্সার পেটেল। যা দিয়ে কিছুটা চলছে তার পরিবার। মাঝে মাঝে রিক্সা চালাতে গিয়ে পায়ে হাতে ব্যাথা পেয়েছে সে। যা কখনো মা বোনকে বুঝতেই দেয়নি।
ছোট্ট আকিব আরও জানায়, তার মা এখনো জানে সে বেলুন বিক্রি করে। মা কষ্ট পাবে বলে রিক্সা চালানোর কথা মাকে বলেনি সে। একদিন সুদিন ফিরবে, সেদিন হয়তো মা-বোনকে নিয়ে আবারো ভাল দিন পার করবে আকিব সেই প্রত্যাশা তার।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।