আবুল কালাম, চট্টগ্রাম :

গভীর রাত। যন্ত্রণা বাড়ে শ্বাসকষ্টের রোগীর। অক্সিজেনের জন্য বাড়ে রোগী ও স্বজনের আহাজারি। কিন্তু বর্তমান বাস্তবতায় হাসপাতালে মিলছে না শয্যা, মিলছে না অতি জরুরি অক্সিজেন কিংবা আইসিইউ। এমন কঠিন মুহূর্তে একটি ‘হ্যালো’ করলেই হাজির হয়ে যাবেন স্বেচ্ছাসেবকরা। এমন উদ্যোগ নিয়েছে চট্টগ্রামের সেবামূলক সংস্থা নিষ্ঠা ফাউন্ডেশন।

তাদের স্বেচ্ছাসেবকরা স্বজনের ডাকে সাড়া দিয়ে কাঁধে অক্সিজেন সিলিন্ডার নিয়ে মধ্যরাতেও হাসপাতাল হোক কিংবা বাসা— হাজির হয়ে যাচ্ছেন রোগীর পাশে। দিন হোক কিংবা রাত— বিপদাপন্ন রোগীর স্বজনরা এই দুই ফোন নম্বরে জানালেই সেবা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবে— এমনটিই জানিয়েছেন নিষ্ঠা ফাউন্ডেশনের উদ্যোক্তারা।

এই দুই ফোন নম্বর হল ০১৮১২ ০২৪ ১৫৫ ও ০১৮১৯ ১০৮ ০৯০। কেবল রাত-বিরাতে অক্সিজেন সিলিন্ডার সেবাই নয়, এ সংস্থার মাধ্যমে করা হচ্ছে দাফন-কাফন ও সৎকার এবং ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে দেওয়া হচ্ছে টেলিমেডিসিন সেবা। এভাবে বৈশ্বিক মহামারি করোনাকালের এ কঠিন সময়ে সেবামূলক সংস্থা নিষ্ঠা ফাউন্ডেশন নানা মানবিক কাজ করে যাচ্ছে।