সিবিএনঃ
দীর্ঘ ২১ দিন পরে করোনামুক্ত হয়ে আপন নীড়ে ফিরলেন কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
শুক্রবার (১৯ জুন) বেলা ১ টার দিকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া বিশেষ হেলিকপ্টারে করে তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন।
এর আগে ঢাকা বসুন্ধরা রিভারভিউ থেকে সকাল ১১ টায় হেলিকপ্টারে উঠেন পৌর পিতা মুজিব।
মেঘলা আকাশে খানিকটা বিলম্ব ঘটে তাদের।
কক্সবাজার বিমান বন্দরে নামলে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন মেয়র মুজিবের ছোট্ট ছেলেসহ স্বজনেরা।
গত ৩০ মে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে মেয়র মুজিবুর রহমান, তার সহধর্মিনী ফারহানা রহমান এবং পরিবারের তিন সদস্যের করোনা শনাক্ত হয়।
ওইদিনই মধ্যরাতে বিশেষ অ্যাম্বুলেন্সে করে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। সঙ্গে ছিলেন মেয়র মুজিবের একান্ত সহকারী শাহেদুল আলম রানা। পরের দিন ৩১ মে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হন। ৯ জুন তাদের করোনা রিপোর্ট নেগেটিভ আসে।