মাহমুদুল করিম মাহমুদঃ

যেখানে পুরো বাংলাদেশ ঝাঁপিয়ে পড়ছে করোনার বিরুদ্ধে ঠিক এই মুহূর্তে ঈদগাঁহ থানার জালালাবাদ ইউনিয়নসহ পুরো বৃহত্তর ঈদগাঁহবাসী অতিবর্ষণে সৃষ্ট পাহাডী ঢলে হাজারো পরিবার বন্যায় কবলিত হলো।

ঘরে ঘুমানোর ব্যবস্থা তো নাই বললেই চলে, নেই রান্না-বান্নার কোন সুযোগ । বিভিন্ন জায়গায় বাড়ীঘর প্লাবিত হওয়ার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে গেছে ভারী বৃষ্টির ফলে।

ভারী বৃষ্টি বর্ষণের ফলে ঈদগাঁ থানার জালালাবাদ ইউনিয়নের ফরাজী পাড়া রাস্তার গাইড ওয়াল ভেঙ্গে পুরো জালালাবাদ ইউনিয়ন বন্যায় প্লাবিত ও প্রায় চার পাঁচ হাজার মানুষ ঘরবন্দী অবস্থায় রয়েছে ইতিমধ্যে।

এমন দূর্যোগে ঝড়বৃষ্টি উপেক্ষা করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লুৎফুর রহমান কাজলের নির্দেশনায় বন্যায় প্লাবিত মানুষের পাশে থেকে তাদের খোঁজ খবর নিতে ছুটে গেলেন ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মোহাম্মদ শফি ও সদস্য সচিব জালালাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর তাজ জনি।

বিএনপি নেতা আলমগীর তাজ জনি প্রতিবেদক-কে বলেন, ভারী বৃষ্টির ফলে গতকাল (১৭ জুন) সকাল থেকে ঈদগাঁহ নদীতে মাত্রাতিরিক্ত ঢলের পানি বৃদ্ধি পায়।এর ফলে জালালাবাদ সব বৃহত্তর ঈদগাঁও’র নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। জনগণের দুর্দশার কথা মাথায় রেখে সাবেক এমপি লুৎফুর রহমান কাজলের নির্দেশনায় আমরা বিএনপি পরিবার ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছি৷

শীঘ্রই তাদের কাছে সহযোগিতা পৌঁছানো হবে বলে যোগ করেন বিএনপি নেতা জনি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা বিএনপির সিঃ যুগ্ম আহবায়ক সেলিম,জালালাবাদ ইউনিয়ন বিএনপি নেতা মামুন সিরাজুল মজিদ,এচারুল হক,সাংগঠনিক উপজেলা যুবদল সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, ছাত্রদল সভাপতি বেলাল উদ্দিন বেলাল,জালালাবাদ ইউনিয়ন ছাত্রদল সভাপতি আনিছুর রহমান সহ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা।