আবুল কালাম, চট্টগ্রাম:

চট্টগ্রামের ইপিজেড থানায় রুজুকৃত একটি হত্যা মামলার আসামিকে মাত্র ৮ ঘণ্টা সময়ের মধ্যে গ্রেপ্তার করে হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে নগরীর ইপিজেড থানার চৌকস অফিসারগণ।

গত ৭ জুন সকালে ইপিজেড থানাধীন সিমেন্ট ক্রসিং কাঁচা বাজার রোডস্থ আবুল কালাম লন্ডনীর বাড়ীর ২য় তলায় একজন মহিলাকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হত্যা করে। উক্ত ঘটনায় ভিকটিমের মাতা আকলিমা বেগম বাদী হয়ে ইপিজেড থানায় এজাহার দায়ের করলে ইপিজেড থানার মামলা নং-০৪, তারিখ-১৭/০৬/২০২০ ইং, ধারা-৩০২ দঃ বিঃ রুজু করা হয়।

হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের লক্ষ্যে উপ-পুলিশ কমিশনার (বন্দর) মোঃ হামিদুল আলম, বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) মোঃ আরেফীন জুয়েল ও সহকারী পুলিশ কমিশনার (বন্দর) মোঃ কামরুল হাসান এর তত্ত্বাবধানে ইপিজেড থানার অফিসার ইনচার্জ মীর মোঃ নূরুল হুদা ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হোছাইন এর নেতৃত্বে ইপিজেড থানা টীম আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় নগরীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে হত্যাকান্ডের মূল হোতা, ভিক্টিমের স্বামী মোঃ সোহাগ হাওলাদার (২২), পিতা-মোঃ খালেক হাওলাদার, মাতা-মনিরা বেগম, সাং-মল্লিকের বেড়, হাওলাদার বাড়ী, ডাকঘর-মল্লিকের বেড়, থানা-রামপাল, জেলা-বাগেরহাটকে গ্রেফতার করতে সক্ষম হন। আসামী মোঃ সোহাগ হাওলাদার তার স্ত্রীকে হত্যা করেছেন মর্মে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। মামলার তদন্ত অব্যাহত আছে।