মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান করোনামুক্ত হয়েছেন। তার ফলোআপ টেস্টে রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে। ১৭ জুন বুধবার কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব থেকে তাঁর স্যাম্পল টেস্টের ফলোআপ রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

বিষয়টি কাউন্সিলর মিজানুর রহমান সিবিএন-কে নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, তাঁর শরীরে এখন করোনা ভাইরাস এর কোন উপসর্গ নেই।

গত ২৮ মে তিনি করোনায় আক্রান্ত হন। তখন থেকে তিনি নুনিয়াছড়াস্থ নিজ বাসভবনে আইসোলেশনে থাকেন। প্রথম ফলোআপ টেস্টে গত ৯ জুন তার রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া যায়। পরদিন ১০ জুন কাউন্সিলর মিজানুর রহমান রামু ডেডিকেটেড করোনা হাসপাতালে ভর্তি হয়ে সেখানে চিকিৎসা নেন। প্রসঙ্গত, কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ড থেকে মিজানুর রহমান পর পর ২ বার কাউন্সিলর নির্বাচিত হন।