শাহেদুল ইসলাম মনির,কুতুবদিয়াঃ

কুতুবদিয়া উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিতে বিভিন্ন জনকে ৩ হাজার ১০০টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক পরিচালিত ভ্রাম্যমান আদালত।

১৫জুন (সোমবার) দুপুরে বড়ঘোপ এলাকা থেকে শুরু হওয়া অভিযান চলে সন্ধ্যা পর্যন্ত। এ সময় মাস্ক না পরাসহ করোনা সংক্রান্ত সরকারি নির্দেশনা অমান্য করায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন জনকে ৩ হাজার ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ, আনসার, নৌ-বাহিনীর সদস্যবৃন্দ।

কুতুবদিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ হেলাল চৌধুরী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি বলেন, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিতে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাফেরা এবংমাস্ক না পরার অপরাধে এসব জরিমানা প্রদান করা হয়।

তিনি আরো বলেন, কিছু মানুষ নিয়ম ভেঙে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছেন। তাই সরকার নির্দেশনা মোতাবেক সামাজিক দূরত্ব বজায় রাখার স্বার্থে, জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা মোকাবিলা এবং স্বাস্থ্যগত ঝুঁকি কমানোর লক্ষ্যে সচেতনতা বৃদ্ধি ও সংক্রামক রোগ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।