-হাসান আল মাহমুদ

বছর উনিশ পেরিয়ে
এই না এলো দু-হাজার বিশ,
শান্ত মায়ের বুকে পাওয়া গেলো
প্রাণঘাতী এক ভাইরাসের হদিশ!

আমার বিশ্ব মা আজ অসুস্থ
তাই তার সন্তানেরা বড় অসহায়,
কবে সেরে উঠবে আমার পৃথিবী
তাই দিন গুনি তার অপেক্ষায়।

কবে শান্ত হবে আমার পৃথিবী
হাসবে আমার মা,
আর দিওনা মোদের পাপের সাজা
এবার দাও গো প্রভু করে ক্ষমা।

ফিরিয়ে দাও প্রভু সেই দিনগুলি
যখন আমরা নির্ভয়ে নিতাম দীর্ঘ শ্বাস,
আর চাইনা প্রভু বদ্ধ জীবন
এবার দাও গো একটু মুক্তির অবকাশ।

কেড়ে নিওনা অকালে আমাদের প্রাণ
জন্মিলে মরিতে হবে তা জানি,
বাঁচতে দিও গো প্রভু কিছু দিন
এই আমার প্রার্থনা দেহে রবে প্রাণ খানি।