প্রাপক
জনাব,
সোহেল সরওয়ার কাজল
চেয়ারম্যান
রামু উপজেলা পরিষদ।

প্রিয় মিতা
সালাম, প্রীতি ও শুভেচ্ছা রইল। তোমার করোনা পজেটিভ সংক্রামনের খবরে মর্মাহত হয়েছি। সামাজিক বিড়ম্বনার কারনে রোগটি অনেকে গোপন করে যত্রতত্র ছড়িয়ে দিচ্ছে।তুমি তা করোনি। ডাক্তার জাফরউল্লাহর প্রায় ৮০বৎসর বয়স। সপ্তাহে দুইবার কিডনির ডাইলোসিস করতে হয় ।তিনি করোনাকে পরাজিত করে সুস্থ হওয়ার পথে। মেয়র মুজিব সাহেবও অনেকটা সুস্থ। করোনা রোগীদের সুস্থতার সংখ্যাই বেশী। অধিক ঝুঁকির করোনা রোগীদের চিকিত্সা শুধু ঢাকাতে সম্ভব । তোমার ঢাকা যাওয়ায়ই শ্রেয়। ছাত্র অবস্থায় রাজনীতিতে ভিন্ন মত থাকলেও আন্তরিকতার কমতি ছিল না। পরস্পরের প্রতি সম্মানবোধ এবং সম্পৃতি ছিল। আদর্শ এবং একই পিতামাতার সন্তান হয়েও রাজনীতির নোংরা ক্ষমতার লড়াইয়ে তুমি বিব্রত।পুরুষ সহজে পরাজয় মেনে নেয় না।শুধুমাত্র যদি শিক্ষা দীক্ষায় সাফল্যে পুত্র পিতাকে অতিক্রম করে। সে পরাজয় পিতা আনন্দ চিত্তে উপভোগ করে। আমাদের সমাজে পিতার মৃত্যুর পর পরিবারে বড় ভাইকে পিতার ভূমিকা পালন করতে হয়। ছোট ভাইরা হয় সন্তানতুল্য। তোমারও এখন তাদের সাফল্য উপভোগ করার সময়। এ কথা বলছি আমার আত্ম-উপলব্ধি থেকে। গত উপজেলা নির্বাচনে বৈরী পরিবেশেও মহান আল্লাহ তোমাকে বিজয়ী করেছে। আশা করি করোনার রোগের বিরুদ্ধেও মহান আল্লাহ তোমাকে বিজয়ী করবে। আমিন।

ইতি
লুৎফুর রহমান কাজল
১৫ জুন, ২০২০সাল।