মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

বাংলাদেশের নামকরা ৪ টি হাসপাতালের আইসিইউ প্রধান করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন, ১টি হাসপাতালের আইসিইউ প্রধান আইসোলেশনে রয়েছেন। যাঁরা আগে মারা গেছেন, তাঁরা হলেন, স্কয়ার হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান চিকিৎসক প্রফেসর মীর্জা নাজিমউদ্দীন, ইমপালস হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান চিকিৎসক প্রফেসর জলিলুর রহমান এবং ল্যাব এইড হাসপাতালের আইসিইউ বিভাগের কনসালটেন্ট ডা. শাখাওয়াত হোসেন। শনিবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে মৃত্যুবরণ করেছেন, বিআরবি হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান চিকিৎসক ডা. সাজ্জাদ হোসেন। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-বিভাগের প্রধান চিকিৎসক করোনা ‘পজেটিভ’ হয়ে আইসোলেশনে চিকিৎসাধীন আছেন।

এভাবে একের পর এক আইসিইউ বিশেষজ্ঞরা ভয়ংকর করোনায় আক্রান্ত হয়ে দুনিয়া ছেড়ে পরপারে পাড়ি দিচ্ছেন। এ অবস্থায় সবার প্রশ্ন হলো, আইসিইউ বিশেষজ্ঞরাই না ফেরার দেশে চলে যান, চলমান বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবার কি হবে?