বলরাম দাশ অনুপম, কক্সবাজার :
কক্সবাজার সদর আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল করোনা ভাইরাস সংক্রমণের এ কঠিন সময়ে জেলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রতিদিন। জেলার জনগণের কল্যাণে ত্রাণ তৎপরতা সহ মানুষের বিভিন্ন সমস্যায় হাজির হচ্ছেন সমাধানের লক্ষ্যে। চালিয়ে যাচ্ছেন করোনায় সংক্রমিত হওয়া রোগীদের দেখভাল করার কাজ। করোনা আক্রান্তের পরিবার পরিজন যেখানে করোনায় আক্রান্ত ব্যক্তি সাথে দূরত্ব এড়িয়ে চলছে সেখানে সাইমুম সরওয়ার কমল ঝড় বৃষ্টি উপেক্ষা করে করোনায় মৃত ব্যক্তির লাশ বহন করে জানাযা শেষে কবরস্ত করার কাজে নিজেকে নিবেদন করছে।
করোনাকালে কক্সবাজার শহরকে রেড জোনের আওতায় এনে মানুষের সুস্থতায় কমল বক্তব্য দিচ্ছেন বিভিন্ন গণমাধ্যমে। রাজনৈতিক অন্যান্য দলগুলোর নেতৃস্থানীয় নেতাগুলো যখন করোনায় আক্রান্তের ভয়ে নিজেকে লুকিয়ে রেখে জনগনের সুখ দুঃখে খবর নিচ্ছেন না ঠিক সেসময়ে জনগনের স্বাস্থ্যসেবা নিচ্ছিত করতে সরকারের সাথে যোগাযোগ বাড়িয়ে চলেছে সাইমুম সরোয়ার কমল। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিন জেলার মানুষকে সচেতন করতে বক্তব্য রাখার পাশাপাশি, জেলার হাসপাতাল গুলোকে করোনা আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা উন্নতির লক্ষ্যে বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম প্রদান করছেন। করোনার ভয়াবহতার এসময়ে জনগণের চিকিৎসা সেবা ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করার সংকল্পে করোনা আক্রান্ত রোগীর চিকিৎসা সেবা নিচ্ছিত করার পাশাপাশি জেলার করোনায় মৃতের জানাযায় হাজির হচ্ছেন সাইমুম সরওয়ার কমল। করোনা ভাইরাসের মহামারী পরিস্থিতি কালে মাননীয় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে জেলার জনগণের চিকিৎসা সেবা ও হাসপাতাল গুলোতে চিকিৎসা সরঞ্জাম অপ্রতুলতার কথা জানিয়ে আসছেন। সাইমুম সরওয়ার কমল জানান, জনগণের চিকিৎসা সেবা নিচ্ছিত করতে গিয়ে মানুষের কল্যাণে যদি নিজের জীবনও চলে যায় তাতেও কোন দুঃখ নেই। তিনি আরো বলেন, নিজের পরিবারের সাথে তিন মাস বিচ্ছিন্ন থেকে প্রিয় কক্সবাজারের মানুষের পাশে জীবন বিলিয়ে দেয়ার ব্রত নিয়ে করোনা আক্রান্তের পাশে আছি। যতদিন আমার প্রিয় কক্সবাজারবাসী বাঁচবে আল্লাহ যেন আমাকেও ততদিন বাঁচিয়ে রাখে।