শাহেদুল ইসলাম মনির,কুতুবদিয়া :
করোনা সংক্রমণ প্রতিরোধ সংক্রান্ত নির্দেশনা অমান্য করে কুতুবদিয়ায় অনুপ্রবেশের সময় বিভিন্ন এলাকা থেকে আসা ১৪ জনকে আটক করে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে পাঠানো হয়েছে।
১০জুন (বুধবার) ৪টার দিকে সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরীর নেতৃত্বে পুলিশ, আনসার ও জনপ্রতিনিধির সহযোগিতায় এই ১৪ জনকে আটক করে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইনে পাঠানো হয় এবং অবৈধ পারাপারের সাথে জড়িত ৩ মাঝিকে ১৩,০০০(তের হাজার টাকা) জরিমানা প্রদান করা হয়।
মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, তারা প্রশাসনকে ফাঁকি দিয়ে কুতুবদিয়া অনুপ্রবেশের সময় গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া, চট্রগ্রাম থেকে আসা ১৪জন যাত্রীকে আটক হয়। এসময় অবৈধ পারাপারের সাথে জড়িত ৩ মাঝিকে জরিমানা করা হয়।
তিনি আরো বলেন, যেহেতু দেশে করোনা সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে , সেহেতু করোনা ভাইরাস ঝুঁকির কথা বিবেচনা করে তাদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ সময় তাদেরকে পর্যবেক্ষণে রাখা হবে। কারো শারীরিক সমস্যা দেখা দিলে, সে অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা নেয়া হবে। আর সুস্থভাবে কোয়ারেন্টাইন শেষ হলে তারা বাড়ি ফিরে যাবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।