সিবিএন ডেস্ক:
করোনায় বয়স্কদের ঝুঁকি বেশি। গত ২৪ ঘণ্টায় দেশে ৪৫ জনের মৃত্যু হয়েছে করোনায় আক্রান্ত হয়ে। তাদের মধ্যে ৩৩ জনের বয়স ৫১ বছরের বেশি।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনের তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া যায়।

মৃতদের তথ্য বিশ্লেষণ করে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, ‘পুরুষ ৩৩ এবং ১২ নারীর মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। বয়স বিশ্লেষণে দেখা যায়, ১১-২০ বছরের দুজন, ২১-৩০ বছরের দুজন, ৩১-৪০ বছরের পাঁচজন, ৪১-৫০ বছরের তিনজন, ৫১-৫০ বছরের ১৫ জন, ৬১-৭০ বছরের ১০ জন এবং ৭১-৮০ বছরের মধ্যে আটজন মারা গেছেন।’

বিভাগভিত্তিক বিশ্লেষণ তুলে ধরে তিনি বলেন, ‘ঢাকা বিভাগে ২৮ জন, চট্টগ্রামে ১১, রাজশাহী, সিলেট ও রংপুর বিভাগে দুজন করে মারা গেছেন।’

দেশের করোনা পরিস্থিতির চিত্র তুলে ধরে নাসিমা সুলতানা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মোট পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৬৬৪টি এবং এ পর্যন্ত পরীক্ষা হয়েছে চার লাখ ২৫ হাজার ৫৯৫টি। ২৪ ঘণ্টায় যা পরীক্ষা হয়েছে, তাতে শনাক্ত হয়েছে ৩ হাজার ১৭১ জন। শনাক্তের হার ২১ দশমিক ৬২ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৭৭ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫ হাজার ৩৩৬ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ৪০ শতাংশ। ২৪ ঘণ্টায় মারা গেছন ৪৫ জন এবং এ পর্যন্ত ৯৭৫ জনের মৃত্যু হয়েছে।শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ।’