শাহেদ মিজান, সিবিএন:

করোনা উপসর্গ নিয়ে সৌদি আরবে মারা গেলেন রামুর প্রবাসী আমান উল্লাহ। সোমবার (৮জুন) বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ১২ টার দিকে তিনি মারা যান (ইন্নালিল্লাহি — রাজিউন)। তিনি বেশ কিছুদিন যাবৎ জ্বর, সর্দিতে ভুগছিলেন। তাঁর ভাগিনা হাফেজ আবুল মনজুর এই তথ্য জানান। মারা যাওয়া আমান উল্লাহ রামু ফতেখাঁরকুল ইউনিয়নের লম্বরী পাড়ার মরহুম এজাহার মিয়ার বড় ছেলে।

হাফেজ আবুল মনজুর জানান, আমান উল্লাহ দীর্ঘ ১৫ বছর বছর ধরে সৌদি আরবে প্রবাস জীবনে রয়েছেন। তিনি বেশ কিছুদিন যাবৎ জ্বর, সর্দিতে ভুগছিলেন। তবে দুই-তিন ধরে কিছুটা সুস্থ হয়ে উঠেন। সুস্থ অবস্থায় গতকাল সোমবার পরিবারের লোকজনের স্বাভাবিকভাবে কথা বলেছেন। এর মধ্যে রাতে খবর পান তিনি মারা গেছেন। তবে তিনি স্ট্রোক করে মারা গেছেন বলে ধারণা করছেন তাঁর সাথে থাকা লোকজন। তবে নমুনা পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

আমান উল্লাহ উচ্চ মাত্রার ডায়বেটিসের রোগী ছিলেন। তার মরদেহ সৌদি আরবেই দাফন করা বলে পরিবারের বরাত দিয়ে জানিয়েছেন তার ভাগিনা হাফেজ আবুল মনজুর। তার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন পরিবার।