প্রেস বিজ্ঞপ্তি :
ডেইলি ফিনেন্সিয়াল এক্সপ্রেস এর কক্সবাজার জেলা প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক আবদুল মোনায়েম খানের মৃত্যুতে কক্সবাজার জেলা অনলাইন প্রেস ক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। অনলাইন প্রেস ক্লাবের কক্সবাজার জেলা সভাপতি, সিবিএন সম্পাদক অধ্যাপক আকতার চৌধুরী ও সাধারণ সম্পাদক বিপ্লব কান্তি দে এক শোকবার্তায় মরহুম আবদুল মোনায়েম খানকে একজন পেশাদার, সৎ ও নির্ভিক সাংবাদিক হিসাবে অভিহিত করে বলেন, আবদুল মোনায়েম খান এর মৃত্যুতে কক্সবাজার জেলাবাসী একজন নিষ্ঠাবান গণমাধ্যম কর্মীকে এবং জেলার মিডিয়া একজন আদর্শ গণমাধ্যম কর্মীকে হারাল। যা সহজে পুরণ হবার নয়। নেতৃবৃন্দ আবদুল মোনায়েম খান এর বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
প্রসঙ্গত, সিনিয়র সাংবাদিক আবদুল মোনায়েম খান করোনায় আক্রান্ত হয়ে রোববার ৭ জুন বেলা আড়াইটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।
সিনিয়র সাংবাদিক আবদুল মোনায়েম খান (৫৪) কক্সবাজার শহরের তারাবনিয়ার ছরা কবরস্থান রোডের মরহুম কানুনগো বদিউল আলমের জ্যেষ্ঠ পুত্র।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।