জে. জাহেদ, চট্টগ্রাম:

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন ফরহাদ হোসেন (৩৩) নামের এক যুবক।

শনিবার সকাল ৮টা ২৫ মিনিটে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত ফরহাদ হোসেন চট্টগ্রামের রাউজানের গহিরা ইউনিয়নের আবদুল শুক্কুরের বড় ছেলে। দীর্ঘদিন পরিবারসহ নগরীর বায়েজিদ থানাধীন টেক্সটাইল এলাকায় বসবাস করতেন একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত ফরহাদ।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৬ মাস আগে সাতকানিয়া উপজেলার বাসিন্দা চট্টগ্রাম নগরীতে বসবাসরত ফারহানা কাদেরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ফরহাদ। তিন সপ্তাহ আগে ফরহাদ ও তার স্ত্রী ফারহানার করোনা পজিটিভ আসে। এরপর থেকেই চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ফরহাদ। তবে তার স্ত্রী এখন অনেকটাই সুস্থ।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব জানান, করোনার পাশাপাশি ডায়াবেটিস রোগেও ভুগছিলেন ফরহাদ। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে মারা গেলেন তিনি।