যমুনা : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অবস্থা সংকটাপন্ন। আজ ভোরে তিনি স্ট্রোক করেছেন। এ তথ্য জানিয়েছেন তার ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়।

বর্তমানে মোহাম্মদ নাসিম নিউরোসার্জন অধ্যাপক রাজিউল হকের তত্ত্বাবধানে আছেন। তার অস্ত্রোপচার চলছে।

এর আগে, ১ জুন শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন নাসিম। পরে করোনা পজেটিভ আসলে সতর্কতার জন্য তাকে আইসিইউতে রাখা হয়। অবস্থার উন্নতির মধ্যেই হঠাৎ স্ট্রোক করেন সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী।