আবুল কালাম , চট্টগ্রাম :

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে করোনা ভাইরাস কোভিট-১৯ সংক্রমণে আক্রান্ত হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তে চিকিৎসাধীন অবস্থায় আরো এক চিকিৎসকের মৃত্যু হয়।

বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১ টার দিকে চমেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসা অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত চিকিৎসকের নাম হলো ডা: মুহিদুল হাসান।
তিনি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ইমারজেন্সি বিভাগের মেডিকেল অফিসার।

এফডিএসআর এর যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী সংবাদমাধ্যমকে বলেন, চমেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ডা. মুহিদুল হাসান মারা যান। তিনি বৃহস্পতিবার সকাল ১১টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, প্রায় ১০ দিন আগে ডা. মুহিদুল হাসানের করোনা শনাক্ত হয়। তখন থেকেই তিনি চমেক হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন ছিলেন। তার শ্বাসকষ্ট দেখা আইসিইউতে নেয়া হয়। সেখানে তিনি ৫/৬ দিন চিকিৎসাধীন ছিলেন।

এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের দুইজন চিকিৎসক মারা গেছেন।