তাওহীদুল ইসলাম নূরীঃ
সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে ১৩০০ নম্বরের মধ্যে ১২৫১ নম্বর পেয়ে গোল্ডেন জিপিএ- ৫ এবং মেধা তালিকায় ১৮ তম স্থান অর্জন করেছে চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের কৃতি সন্তান মোহাম্মদ তাহমিদ উল হক। ইতোপূর্বে সে জেএসসি পরীক্ষাতেও চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ৩য় স্হান অধিকার করেছিল।
সে চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মঈনুল হক এবং মেহেরুন্নেছা বেগমের দুই সন্তানের মাঝে বড় সন্তান। তার দাদা আলহাজ্ব মাওলানা রশীদ আহমদ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শাহারবিল কেন্দ্রীয় জামে মসজিদের আজীবন খতিব ছিলেন।
সে চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল। তাহমিদ ভবিষ্যতে একজন ভাল ডাক্তার হয়ে নিজ এলাকা এবং দেশের মানুষের সেবা করতে চায়।
তার এই কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য সে মহান আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন এবং পিতামাতা ও শিক্ষকমণ্ডলীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীতেও এমন ফলাফলের ধারা অব্যাহত রাখতে পারেন মত সে সকলের সকলের দোয়া কামনা করেছেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।