সিবিএন :

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সদস্য ও দৈনিক কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক আজিম নিহাদের পিতা শাহ আলম মৃত্যু বরণ করেছেন (ইন্নাল্লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি বুধবার সকাল ৯টায় রামু উপজেলার ঈদগড় করোলিয়া মোরা এলাকায় তার নিজ বাসায় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ৫জন ছেলে-মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। দুপুরে নামাযে জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

গভীর শোক ও পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছেন রিপোর্টার্স ইউনিটি :
এক শোক বার্তায় রিপোর্টার্স ইউনিটি কক্সবাজারের সভাপতি এইচ এম নজরুল ইসলাম সাংবাদিক আজিম নিহাদের পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। একই সঙ্গে শোকাহত পরিবারের প্রতি সমাবেদনা জ্ঞাপন করেন।