চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলা যুুবলীগের সিনিয়র সদস্য, সাবেক যুম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন হেলালী, ফাঁসিয়াখালী ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি হাসনাত মোঃ ইউসুফ ও যুগ্ম সম্পাদক আরাফাত হোসেনকে একটি অনাকাংখিত ঘটনায় সম্প্রতি কক্সবাজারস্থ র‌্যাব-১৫ বাদী হয়ে চকরিয়া থানায় দায়ের করা পৃথক ৩টি মামলায় ষড়যন্ত্র মূলকভাবে আসামী করা হয়। উক্ত মামলা থেকে যুবলীগেরর নিরীহ তিন নেতাকে অব্যাহতি দেয়ার দাবীতে ৩০ মে বিকাল সাড়ে ৩টায় ফাঁসিয়াখালী রাস্তার মাথায় বিশাল মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষিকা, দলীয় নেতাকর্মী ও স্তরের জনসাধারণ (নারী-পুরুষ) অংশ গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা যুবলীগের সহ সভাপতি জাবেদ হোছেন পুতুল, সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম,অথ সম্পাদক অাজিজুল হক, ফাঁসিয়াখালী আওয়ামীলিগের সাবেক সভাপতি আবদু ছালাম, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক সাইফুদ্দীন মামুন, সাংগঠনিক সম্পাদক হাজী জালাল উদ্দীন,সাবেক ছাত্রনেতা আবুল মনছুর মোঃ মহসিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মারুফ, সাবেক ছাত্রনেতা হাসনাত মোং রুবেল, উপজেলা যুবলীগ নেতা মহি উদ্দিন মহি এম ইউপি, ইউনিয়ন যুবলীগের সভাপতি নাজমুল হাছান লিটন, যুবনেতা রিদুয়ানুল হক,মনছুর, খোকন, নয়ন,ছাত্র লীগ, নেতা শামিমসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, দলীয় নেতাকর্মী ও স্তরের জনসাধারণ (নারী-পুরুষ) অংশ গ্রহণ করেন। তারা অবিলম্বে যুবলীগের তিন নেতাকে তদন্ত র‌্যাবের দায়েরকৃত মামলা থেকে অব্যাহতি দেয়ার র‌্যাব, থানা পুলিশসহ প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।