রফিক মাহমুদ, সিবিএন:
টেকনাফ উপজেলার দমদমিয়া এলাকার র‍্যাব অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ানশুটার গানসহ এক রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাব ১৫ সদস্যরা। এসময় ঘটনাস্থল থেকে দুই রাউন্ড কার্তুজ ও এক রাউন্ড খালি খোসা উদ্ধার করা হয়।

গত (২৯ মে) শুক্রবার রাত নয়টার দিকে এ অভিযান চালানো হয় বলে র‍্যাব জানিয়েছেন।

আটককৃত রোহিঙ্গা হলেন, টেকনাফ উপজেলার মুছনি রোহিঙ্গা ক্যাম্প-২৬ এর বাসিন্দা জকির আহমদের ছেলে শফি আলম (৩০) বলে জানা গেছে। আটক রোহিঙ্গাকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

আটক রোরোহিঙ্গার বিরুদ্ধে টেকনাফ থানায় র‍্যাব বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।

টেকনাফস্থ র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প গুলোতে একাধিক রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ সক্রিয় রয়েছে। তাদের হাতে রয়েছে বিদেশী ও ভারী অস্ত্র। তাই র‍্যারসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণের জন্য অভিযান অব্যহত রেখেছেন।