মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

রামু উপজেলা সদরের সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী ফকিরা বাজারের কাপড় পট্টিতে লাগা আগুন নিভানো হয়েছে। রামু ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন রাত দেড়টার দিকে নিয়ন্ত্রণে আসে। এরপর স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ঘটনাস্থল থেকে গণমাধ্যমকে ব্রিফ করার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী রামু’তে ফায়ার সার্ভিস স্থাপন করেছিলেন বলেই আজ গভীর রাতে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত এসে আগুন নিভাতে সক্ষম হয়েছে। নাহয় আগুনে অসংখ্য দোকানপাট ভস্মীভূত হয়ে কোটি কোটি টাকা ক্ষয়ক্ষতি সাধিত হতো।

শুক্রবার ২৯মে দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে রামু ফকিরা বাজারে বনফুল বেকারীর কারখানা থেকে আগুনের সুত্রপাত হয় বলে জানান, স্থানীয় লোকজন। খবর পেয়ে রাত ১২’৫৫ মিনিটের দিকে রামু ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিকান্ডস্থলে পৌঁছে রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। রামু’র ইউএনও প্রণয় চাকমা এবং ওসি আবুল খায়ের অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন।