চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম পাথরঘাটা এলাকার মেরিন রোড়ের পাশ থেকে ৩০ হাজার পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা মুদি দোকানের আড়ালেই ইয়াবা ব্যবসা করে আসছে।

গ্রেফতারকৃতরা হলেন- মো. খোরশেদ আলম (৩২), মো. সাইফুল ইসলাম (২৪) ও মো. উসমান (৪৬)। এর মধ্যে মূলত খোরশেদ আলমই ইয়াবা ব্যবসায়ী। বাকী দুজন তার সহযোগী।

বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার এএসপি মাহমুদুল হাসান মামুন।

র‌্যাব সূত্র জানান, গোপন সংবাদের ভিত্তিতেই মেরিন রোডের ওই মুদি দোকানে অভিযান পরিচালনা করা হয়। এক পর্যায়ে দোকানের ভেতর থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তিনজনকে তাদের স্বীকারোক্তি অনুযায়ী গ্রেফতার করা হয়।

এএসপি মাহমুদুল হাসান মামুন বলেন, গ্রেফতারকৃরতা পেশাদার ইয়াবা ব্যবসায়ী। মুদির দোকানের আড়ালে তারা ইয়াবা ব্যবসা করেন। তারা নগরীর বিভিন্ন জায়গায় খুচরা ও পাইকারিতে ইয়াবা বিক্রি করেন। মূলত টেকনাফ কানেকশন থেকে তারা এসব ইয়াবা সংগ্রহ করেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। তাদের বিরুদ্ধে বাকী কার্যক্রম থানা প্রশাসন দেখবেন, যুক্ত করেন এএসপি মাহমুদুল হাসান মামুন।