সিবিএন:
কক্সবাজার সদরের ঈদগাঁও কালির ছড়া মাছুয়াখালী উত্তরপাড়ার পশ্চিম পাশে স্লুইচগেট (কালা কোটার) সংলগ্ন খাল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) ভোর ৫ টার দিকে লাশটি দেখে স্থানীয়রা। এরপর খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
হতভাগা ব্যক্তির নাম আবদুল আজিজ (৪৬)।
সে কালির ছড়া বাজারের বাবুল খলিফার ভগ্নিপতি বলে জানা গেছে।
ঈদগাঁও ইউনিয়ন কমিউনিটি পুলিশের সাংগঠনিক সম্পাদক মাহবুব ইমন খবরটি সিবিএনকে জানিয়েছেন।
তিনি জানান, খালে মাছ ধরতে যাওয়া এক ব্যক্তির জালে মৃত দেহটি আটকে পড়ে।
স্থানীয় বাসিন্দাদের জানানো হলে লাশটি উদ্ধার করে। তার নাম আবদুল আজিজ বলে পরিচয় শনাক্ত করা হয়।
সে গতরাতে খালে মাছ শিকারে গিয়েছিল।
নিহত আবদুল আজিজ ৬সন্তানের জনক।
সাতার না জানার কারণে দুর্ঘটনায় পতিত হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।