মোহাম্মদ নাজিম উদ্দিন, দ: চট্টগ্রাম প্রতিনিধি:
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় খেটে খাওয়া মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সাবেক উপজেলা যুবদলের সভাপতি ও জেলা যুবদলের সহ-সভাপতি শেফায়েত উল্লাহ চক্ষু মিয়া। নবম বারের মতো দেড় হাজার হত-দরিদ্র ও দলীয় কর্মীদের মাঝে ত্রাণ বিতরণ করেন চক্ষু মিয়া । এ নিয়ে তিনি গত ২১ শে মার্চের পর থেকে তার পারিবারিক তহবিল থেকে প্রায় ৪ হাজার মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ।
তারেক রহমানের নির্দেশ ক্রমে, বিএনপির বিভাগীয় করোনা পর্যবেক্ষণ সেলের
আহ্বায়ক মাহবুবুর রহমান শামীমের পরামর্শ ও তত্ত্বাবধানে, এই ত্রাণ
কার্যক্রম চালানো হয় বলে জানা যায়। সাতকানিয়া উপজেলার ছদাহা, কেঁওচিয়া, চরতী, খাগরিয়া, কালিয়াইশসহ পুরো উপজেলার বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। ২২মে শুক্রবার সকাল থেকে বিকাল অবধি এ ত্রান বিতরণ কাজে অংশ গ্রহণ করেন বিএনপি নেতা লোকমান, আব্দুল হক, আরমান হোসেন, আবুল হোসেন, যুবদল নেতা রকিবুল হাসান, নাছির উদ্দিন, আনোয়ার হোসেন, মোক্তার আহমদ ,ইদ্রিস মিয়া, কাওসার আলম, আমির হোসেন, ছাত্রদল নেতা মো. আরিফ, তৌফিক হোসাইন, মো. পারভেজ ও লিয়াকত আলী প্রমুখ ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।