সংবাদদাতা:
মহেশখালীর খ্যাতিমান সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন “উপকূলের মানচিত্র” গত ২০ মে ৩০০টি হতদরিদ্র পরিবারের মাঝে করোনা ও আম্ফান দুর্যোগের মুহূর্তে খাদ্য সামগ্রী বিতরণ করেছে। মহেশখালী উপজেলার কালারমারছড়ার ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ডেইল্যাঘোনা, মিজ্জিরপাড়া, ছড়ারলামা, কানভাইরছড়া, পানেরছড়া, হাজিরছড়া, আঁধারঘোনা ও গোদারপাড়া এলাকায় তরুণ সমাজ-সংস্কারকদের আপ্রাণ প্রচেষ্টায় করোনা কভিট-১৯ দুর্যোগ মুহূর্তে ৩০০টি পরিবারের মাঝে ঘরে ঘরে গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে। সংগঠনের প্রধান উপদেষ্টা কালারমারছড়া ইউনিয়নের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ খাদ্য সহায়তা পৌঁছে দিয়ে কার্যক্রম সূচনা করেন।

এতে আরও উপস্থিত ছিলেন, মহেশখালী উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শ ম আব্দুল জব্বার, মহেশখালী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাস্টার রুহুল আমিন, কালারমারছড়ার ৭, ৮, ও ৯ নং ওয়ার্ডের মহিলা সদস্য মনুয়ারা বেগম, ৯নং ওয়ার্ডের মেম্বার আমির হোছাইন, সংগঠনের উপদেষ্টা শামসুল ইসলাম শাহী, উপদেষ্টা আবু আহমদ, উপদেষ্টা অধ্যাপক মুহম্মদ রুহুল আমিন (মুহম্মদ রুহুল আমিন), মাস্টার মোহাম্মদ কবির হোছাইন, মাস্টার নুরুল ইসলাম, আবুল খায়ের লেদু, মাইনুল ইসলাম, মাওলানা ওসমান গনি, মাস্টার জসিম উদ্দীন, আনসারুল করিম (সোনা মিয়া), সংগঠনের সভাপতি সৈকত উদ্দিন পু্ষ্প, সহ-সভাপতি হামিদ হোছাইন, সহ-সভাপতি অহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আশেক রায়হান, সাংগঠনিক সম্পাদক ইনজিমামুল হক, অর্থ সম্পাদক মামুনুল হক, ক্রীড়া সম্পাদক তৌহিদুল ইসলাম, প্রচার সম্পাদক ফাহিম রায়হান ও সদস্যবৃন্দ প্রমুখ।