আলমগীর মানিক,রাঙামাটি :

রাঙামাটিতে আরো একজন করোনা রোগী শনাক্তের খবর পাওয়া গেছে। প্রথম দফায় রাঙামাটি হতে করোনা পজিটিভ ৪ জনের একজন রিজার্ভ বাজারের ৯ মাসের শিশুটির বাবাও করোনা পজিটিভ!

বৃহস্পতিবার রাতে আসা রিপোর্টে এই তথ্য এসেছে বলে নিশ্চিত করেছেন রাঙামাটির সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা: মোস্তফা কামাল।

চট্টগ্রামের ফৌজদারহাট হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) থেকে আসে এই রিপোর্ট। তার রিপোর্ট ৭ই মে সংগ্রহ করে পাঠানো হয়েছিল।

এনিয়ে রাঙামাটি জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৫এ।

আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত রাঙামাটি জেনারেল হাসপাতালের এক চিকিৎসকসহ ৬জন স্টাফ নার্স, একজন আয়া রয়েছেন। এছাড়াও জেলার জুড়াছড়ি উপজেলায় ৬জন, রাজস্থলীতে-১জন, লংগদুতে-২জন, বিলাইছড়িতে-২জনসহ রাঙামাটি শহরের একজন বেসরকারি চিকিৎসকসহ বাকিরা সকলেই শহরের বাসিন্দা।